কেএম শহীদুল সুনামগঞ্জ :
সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় নাসির বিড়িসহ ২জন আটক করা হয়েছে। ৩০ ডিসেম্বর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এসআই মাহমুদুল হাসান এর নেতৃত্বে পুলিশের সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, সদর থানাধীন দিরাই রোড সংলঘ্ন চৌরাস্তা মোড়ে কালো রঙ্গের একটি ডিআই পিকআপে তল্লাশি চালিয়ে ২লক্ষ ১০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ দুই জনকে আটক করেন। আটককৃতরা হলেন চাতক থানাধীন কালারুকা ইউনিয়নের, জামরুয়াইল গ্রামের বাসিন্দা, তারেক ইসলাম(১৯), তার পিতার নাম:আনসার আলী। আরও একজন হল চাতক থানাধীন দিগলী চাকলপাড়া গ্রামের বাসিন্দা, আব্দুল করিম(২০),তার পিতার নাম: জফির আলী।
এব্যপারে সদর থানার অফিসার ইনচার্জ মো: রতন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মাদক ও চোরা চালান বিরোধী অভিযানে পুলিশ জিরো ট্রলারেন্স বাস্তবায়নে অঙ্গিকারে আবধ্য। আমাদের মাদক বিরোধী অভিযান সব সময় অব্যাহত রয়েছে, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।##
সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় নাসির বিড়িসহ ২জন আ-টক

Leave a Reply