এম এ আলিম রিপন,সুজানগর : পাবনা-২ (সুজানগর উপজেলা ও বেড়া আংশিক) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আফজাল হোসেন কাসেমী মনোনয়ন পত্র দাখিল করেছেন। গত সোমবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সহকারী রিটার্নিং অফিসার ও সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ এর নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পূর্ব জেলা শাখার সভাপতি মাওলানা সোলাইমান জাহাঙ্গীর ও সেক্রেটারী মোহাম্মদ রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।মনোনয়ন ফরম জমাদান শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আফজাল হোসেন কাসেমী জানান, আমরা আশাকরছি আগামী নির্বাচন উৎসবমূখর পরিবেশে সুষ্ঠ ও নিরপেক্ষ । দীর্ঘদিন পরে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। নিরপেক্ষ নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলা দেশের প্রতীক হাতপাখা মার্কায় ভোট দিয়ে ভোটারেরা বিপুল ভোটে জয়লাভ করাবেন ইনশআল্লাহ।
সুজানগর উপজেলা প্রতিনিধি।।

Leave a Reply