‎সুনামগঞ্জ সদরে ডে-ভিল ফেইস-২,অভিযানে দুই আওয়ামীলীগ নেতা আ-টক


‎কেএম শহীদুল সুনামগঞ্জঃ
‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের ডেভিল ফেইস-২,বিশেষ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।  রবিবার রাতে সুনামগঞ্জ সদর  থানার অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ এর নির্দেশনায়   বিশেষ অভিযানে এসআই জহির হোসেন এবং এসআই অভিজিৎ ভৌমিকসহ সঙ্গীয় ফোর্স ডেভিল ফেইস-২ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলা
‎ উপ জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের নেতা সুব্রত তালুকদার জুয়েল(৩০),পিতা – বিধান তালুকদার, মাতা- মাধবী তালুকদার ঠিকানা- পূর্ব নতুন পাড়া,থানা-সুনামগঞ্জ সদর। অপরজন হলেন,সৈকতুল ইসলাম শওকত (৪০), পিতা- সিদ্দিকুর রহমান, মাতা -আমেনা খাতুন, ঠিকানা -ষোলঘর, থানা- সুনামগঞ্জ সদর,জেলা -সুনামগঞ্জ সে বাংলাদেশ আওয়ামীলীগ,  সুনামগঞ্জ জেলা শাখার সদস্য এবং সাবেক শেখ রাসেল শিশু কিশোর সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক। এব্যপারে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ডেভিল ফেইস-২ অভিযানে দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা আওয়ামীলীগের পদ-পদবীধারী সদস্য, সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।##

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *