মুন্সীগঞ্জ ২ (লৌহজং -টঙ্গীবাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলহাজ্ব কে এম বিল্লাল হোসেন

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ২ লৌহজং -টঙ্গীবাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন ।

সোমবার (২৯ডিসেম্বর ) দুপুর ১ টায় টঙ্গীবাড়ী উপজেলা কার্যালয়ে প্রস্তাবক এবং সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের
কাছে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা শেষে হাতপাখা মার্কার প্রার্থী
আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন সাংবাদিকদের জানিয়েছেন-এ দেশের মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্খা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। তাই নির্বাচনে সংশ্লিষ্টগণকে নিরপেক্ষ থাকতে হবে। এজন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহবান করেছেন ।

উক্ত সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখা সেক্রেটারি
গাজী রফিকুল ইসলাম বাদল ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখা প্রিন্সিপাল শেখ হাবীবুর রহমান বিক্রমপুরী
, ইসলামি আন্দোলন বাংলাদেশ টংগিবাড়ি উপজেলা শাখা সভাপতি মোঃ ওবায়দুল্লাহ সরদার ,ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখা সভাপতি মাওলানা আবুল কালাম খান,ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আল আমিন বেপারি ,দিনকায়েম সংগঠন মাওলানা ইয়াসিন ফকির, মোঃ দেলোয়ার শিকদার সহ মুন্সীগঞ্জ ২ (লৌহজং -টঙ্গীবাড়ী) আসনের নেতাকর্মী উক্ত সময় উপস্থিত ছিলেন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *