আরিফ রববানী ময়মনসিংহ
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রফেসর ড এ আর খান মনোনয়নপত্র দাখিল করেছেন। নান্দাইলের উন্নয়নে সৎ, যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্ব প্রদানের প্রত্যাশায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে, রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
প্রফেসর ড এ আর খান বলেন, জনগণের অধিকার রক্ষা, স্থানীয় উন্নয়ন নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমি নিবেদিতপ্রাণ। এই পথচলা নান্দাইলবাসীর জন্য নতুন আশার বার্তা হয়ে উঠবে বলেও প্রত্যাশা করেন তিনি।
মনোনয়নপত্র দাখিলের সময় এলাকার শান্তিপ্রিয় জনগণ উপস্থিত থেকে তার প্রতি সমর্থন জানিয়েছেন।
মনোনয়নপত্র দাখিল শেষে প্রফেসর ড এ আর খান আরও বলেন, নান্দাইলবাসীর সাড়া পেয়ে তাদের দোয়া নিয়ে আমি এই মনোনয়নপত্র জমা দিয়েছি। উপজেলার তৃণমূল পর্যায়ে আমার বিপুল জনসমর্থন রয়েছে। বিগত সময়ে এলাকায় উন্নয়নমূলক কাজের পাশাপাশি মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেছি এবং আমার পরিচ্ছন্ন রাজনীতি এবং সততা উপজেলাবাসীর কাছে আস্থা কুড়িয়েছে।
তিনি আরও বলেন, ‘আশা করি জনগণ আমাকে ভুলবে না। বিগত দিনে আমি জনগণের পাশে ছিলাম, আগামী দিনেও জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ পাব বলে আমি বিশ্বাস করি। আমি যদি এমপি নির্বাচিত হই তবে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত আলোকিত নান্দাইল গড়ব। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত নান্দাইলবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছি। বাকি জীবন আমি জনগণের সঙ্গে থেকে নান্দাইলের উন্নয়নে কাজ করতে চাই।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমার পক্ষে জনগণের যে ব্যাপক সাড়া রয়েছে, তাতে আমি বিশ্বাস করি বিপুল ভোটে জয়লাভ করতে সক্ষম হব।
নান্দাইলের কয়েকজন ভোটারের সাথে বললে তারা জানান- প্রফেসর ড এ আর খান একজন শিক্ষিত, সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি কোন দল বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাসী নয়; আমরা যোগ্যতা, সততা ও আদর্শকে গুরুত্ব দিয়ে তাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবো।

Leave a Reply