সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় দ্বীনি শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান “দারুল ইসলাম আইডিয়াল মাদ্রাসা”।সলঙ্গা থানা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী কদমতলা চত্বরে অত্যন্ত নিরিবিলি ও মনোরম পরিবেশে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি।অভিজ্ঞ ১৭ জন শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে এই মাদ্রাসাটি।আপনার সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে আজই ভর্তি করুন।নূরানী বিভাগ-প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক-বালিকা ভর্তি,মহিলা কিতাব বিভাগ-উর্দু জামাত থেকে শরহে বেকায়া পর্যন্ত ভর্তি,মক্তব নাজেরা মহিলা বিভাগ-১ বছরে কোরআন শুদ্ধ পড়া ও হিফজ্ বিভাগ-২/৩ বছরে আন্তর্জাতিক মান সম্মত হাফেজ এবং হাফেজা তৈরিতে ভর্তি চলছে।এ ছাড়া দাখিল পরীক্ষা দেয়ারও সুব্যবস্থা রয়েছে।যোগাযোগের ঠিকানা-প্রতিষ্ঠাতা পরিচালক,মুফতি তাওহিদুল ইসলাম(০১৩৪১-১৭৩৪৪৩) এবং মো: জিহাদুল ইসলাম (০১৮৫১-১৯৩৯২৮)।
দারুল ইসলাম মডেল মাদ্রাসায় ভর্তি চ-লছে

Leave a Reply