গোদাগাড়ী বিএনপি ও জামাতয়ের প্রার্থীর মনোনায়ন দাখিল

হায়দার আলী,
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- রাজশাহী ১ (গোদাগাড়ী-–তানোর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য রাজশাহী–১ নির্বাচনী (গোদাগাড়ী–তানোর) গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নাজমুস সাদাত রত্নের নিকট জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সোমবার বিকালে জামায়াতের কেন্দ্রীয় নায়েবী আমির এ মনোনায়ন পত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুল খালেক, জেলা সেক্রেটারী মোঃ গোলাম মুর্তজা, সহকারী সেক্রেটারী অধ্যাপক কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ তাইফুর রহমান ও মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। এছাড়াও গোদাগাড়ী উপজেলা আমীর মাস্টার নুমায়ন আলী, তানোর উপজেলা আমীর মাওলানা মোঃ আলমগীর হোসেন, গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত আমীর মোঃ শওকত আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম সম্পন্ন হওয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরীয়া জ্ঞাপন করেন ও উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সকলের প্রতি ধন্যবাদ জানান।

এদিকে গত রবিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক মেজর জেনারেল শরীফ উদ্দীন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার দুপুর ১১ টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ নাজমুস সাদাত রত্নের নিকট এই মনোনয়ন ফরম জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি
সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “নির্বাচনী মাঠে আগের অস্থিতিশীলতা কেটে গেছে। বর্তমানে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশ নির্বাচনমুখী হচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।

তিনি আরো বলেন, যদি তিনি নির্বাচিত হন তাহলে গোদাগাড়ী -তানোর আসনের জন্য তাঁর দেয়া নির্বাচনী মেনুফেষ্টু অনুযায়ী উন্নয়ন করবেন। তিনি বলেন, গোদাগাড়ী তানোর কৃষি নির্ভর এলাকা। কৃষককে বাঁচাতে

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সদর উদ্দীন ও মিজানুর রহমান মিজান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ রেজা, গোদাগাড়ী পৌরসভা সাবেক মেয়র বিএনপি নেতা আনারুল ইসলাম, বিএনপির নেতা সাবেক প্যানেল মেয়র মাহাবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার প্রমূখ।

সংশোধিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের এবং ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে।প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা।

নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *