দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ–৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা মার্কার প্রার্থী সাদিক সালীমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, সাদিক সালীম একজন আদর্শবান, সৎ ও জনবান্ধব নেতা। তাঁকে বিজয়ী করতে মাঠপর্যায়ে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতাকর্মীরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ কামনা করেন এবং সুনামগঞ্জ–৫ আসনের ভোটারদের দোয়া ও সহযোগিতা চান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সভাপতি
শায়ক মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আলি হায়দর,হাফেজ জহির উদ্দিন, মুফতী আব্দুস সালাম, সেক্রেটারী দোয়ারাবাজার উপজেলা মাওলানা আব্দুল খালিক মানিক, প্রশিক্ষন সম্পাদক মাওলানা অলিউর রহমান, বাংলাবাজার ইউপি সভাপতি মাওলানা সুলতান মাহমুদ, ডা. নুর আলম, মো. হেলাল আহমদ প্রমুখ।

Leave a Reply