সাধারণ জ্ঞান প্রতিযোগিতা – ২০২৫ এর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ২য় জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা – ২০২৫ এর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে।আয়োজনে ছিলেন বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাব।মাইলস্টোন কলেজ স্থায়ী ক্যাম্পাস, ডিয়াবাড়ি,উত্তরা,ঢাকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
সহযোগিতায় ছিলো আমান সিমেন্ট ও লেকচার পাবলিকেশন্স লিমিটেড।অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন জনাব আবু সায়েম, সহকারী অধ্যাপক,রাজউক উত্তরা মডেল কলেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব এম এ ওয়াহাব বাগচী
বিশিষ্ট শিক্ষানুরাগী ,সমাজসেবক, শিল্পপতি ও চেয়ারম্যান ডে গ্রুপ)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম ওয়াহিদুজ্জামান (সাবেক অধ্যক্ষ,জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ)।সভাপতি: প্রকৌশলী মোঃ মোবারক হোসেন (পরিচালক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ)।

বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মোট ৯১ টি স্কুলের ৩৪৩৫ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। মোট দুটি ধাপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণ ৪৫০ জন শিক্ষার্থী ফাইনাল রাউন্ডে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

মোট চারটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীরা হচ্ছে-

গ্রুপ এ-(তৃতীয়-পঞ্চম শ্রেণি):
প্রথম স্থান: তানজিল রহমান শাবিব, Bangladesh International School and College, Nirjhor, Dhaka Bangladesh cantonment.
দ্বিতীয় স্থান: নুসাইবা ইসলাম জিনিয়া, সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ তেজগাঁও, ঢাকা।
তৃতীয় স্থান: এস এম সাইফ আল দ্বীন, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ।

গ্রুপ বি-(ষষ্ঠ-অষ্টম শ্রেণি):
প্রথম স্থান: আব্দুল্লাহ আইয়ান সাদ, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ
দ্বিতীয়: আবরার হাসান মাহির ,মাইলস্টোন স্কুল এন্ড কলেজ
তৃতীয়: সাওদা বিনতে মাসুম, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ

গ্রুপ সি-(নবম-দ্বাদশ): প্রথম স্থান: ইসরাত জাহান খুশবু, রাজউক উত্তরা মডেল কলেজ
দ্বিতীয়: জান্নাতুল ফেরদৌস, সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ
তৃতীয়: রোকাইয়া হক ইয়ানূর, মাইলস্টোন কলেজ

গ্রুপ ডি-(দ্বাদশ শ্রেণীর ঊর্ধ্বে):
প্রথম: নাফিসা বিনতে শওকত, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি।
দ্বিতীয়: নুরিসা মনি, ইসলামপুর সরকারি কলেজ, জামালপুর।
তৃতীয়: মোঃ রাশিদুল হক, ইসলামপুর সরকারি কলেজ, জামালপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *