মোরেলগঞ্জে পূর্বশ-ত্রুতার জেরে ব-র্বর হা-মলা হাসপাতালে ভর্তি ভিকটিম

এস.এম.সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক নাবালিকা কন্যাকে শ্বাসরোধ ও ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। বর্বর এই হামলায় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশুটিকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছেন তার বাবা ও মা।
ঘটনাটি ঘটে শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মোরেলগঞ্জ উপজেলার চিকটিন ১নং এলাকায়। আহত শিশুটি আয়শা আক্তার, সে স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্রী।
ভুক্তভোগী শিশুর বাবা মোঃ বাবুল শিকদার (৪৬) অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে তাদের পারিবারিক শত্রুতা চলছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন প্রথমে একটি মোবাইল ফোন চুরি নিয়ে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর পরিকল্পিতভাবে অভিযুক্তরা তার নাবালিকা কন্যাকে বাড়ির উঠান থেকে টেনে-হিঁচড়ে নিজেদের উঠানে নিয়ে যায়।
অভিযোগ অনুযায়ী, সেখানে শিশুটির কণ্ঠনালী চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং ইট ও কঠিন বস্তু দিয়ে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়। এতে শিশুটি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।
শিশুটির আর্তচিৎকার শুনে বাবা-মা ছুটে গেলে অভিযুক্তরা তাদের ওপরও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাবুল শিকদারের ডান পায়ে গুরুতর জখম হয় এবং তার স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে ফুলে যাওয়া ও কালশিটে আঘাত লাগে।
স্থানীয় লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যদের সহায়তায় দ্রুত মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন,
“লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। নাবালিকা শিশুর ওপর এমন বর্বর হামলার দৃষ্টান্তমূলক বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *