মান্দায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পাল্টে যাচ্ছে গ্রামের চিত্র

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী
নওগাঁর মান্দায় কাজের বিনিময়ে খাদ্য(কাবিখা) ও কাজের বিনিময়ে টাকা(কাবিটা) কর্মসুচি প্রকল্পের
মাধ্যমে উন্নয়ন কাজ বাস্তবায়নের বদলে যাচ্ছে গ্রামের উন্নয়নের চিত্র। এসব উন্নয়ন কর্মসুচির সুফল পেতে শুরু করেছেন প্রত্যন্ত এলাকার জনগোষ্ঠী। এতে এসব জনগোষ্ঠীর মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি বদলে যোগাযোগ ব্যবস্থা।
জানা গেছে, মান্দায় গ্রামীণ জনপদের উন্নয়ন এবং সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও কাজের বিনিময়ে টাকা(কাবিটা) কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন,মেরামত সংস্কার ও উন্নয়ন করা হয়। গ্রামীণ এলাকার রাস্তাঘাট নির্মাণ, মেরামত, কালভার্ট তৈরি, সেচ নালা খনন এবং বাঁধ নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। একইসঙ্গে এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। গ্রামীন অবহেলিত রাস্তা গুলো চিহ্নিত করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে(ইউপি)
এসব রাস্তা-ঘাটের সংস্কার ও উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব উন্নয়ন কাজের ফলে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সাধিত হয়েছে। গ্রামীণ জীবনযাত্রার মানকে আরো উন্নত করতে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও উন্নয়ন সহায়ক ভূমিকা পালন করে থাকে।
এদিকে এরই ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরের কাবিখা ও কাবিটা প্রকল্পের মাধ্যমে ১৪টি ইউনিয়নের (ইউপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজ সমাপ্ত হয়েছে। আবার কিছু কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন হলে সুফল পাবেন জনগণ বদলে যাবে গ্রামীণ জনপদের চিত্র।
সরেজমিন দেখা গেছে, উপজেলার
পরানপুর, ভারশোঁ, ভালাইন, কুসুম্বা, বিষ্ণুপুর ও গণেশপুরসহ বিভিন্ন ইউনিয়নে (ইউপি) প্রকল্প কর্মসূচির কাজ সম্পন্ন হয়েছে, আবার স্থানে চলমান রয়েছে।
এদিকে চকরামাকান্ত গ্রামের পাকা রাস্তায় আব্বাসের বাড়ি পর্যন্ত রাস্তাটি সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি খানাখন্দকে বেহাল দশায় ছিল। গ্রামের স্থানীয় বাসিন্দা আল মামুন, আলমগীর, জহিরুল জানান, এই প্রকল্পের মাধ্যমে মাটি কেটে রাস্তাটি সংস্কার করায় চলাচলের অনেক সুবিধা হয়েছে। একই ইউনিয়নের (ইউপি) বনগ্রাম দুলালের বাড়ি হতে আতাউরের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার কাজ চলমান রয়েছে। ইউপি সদস্য (মেম্বার) বিষ্ণু জানান, পিআইও স্যারের নির্দেশনা অনুযায়ী কাজগুলো সঠিকভাবে করা হচ্ছে। পিআইও স্যার নিজেই এসব উন্নয়ন কাজ দেখভাল করছেন।এতে উন্নয়ন কাজ বাস্তবায়নে কেউ অনিয়মের সুযোগ পাচ্ছে না। ইউপি সদস্য (মেম্বার) তানজিলা জানান, লোকজন না থাকায় কাজ কিছুদিন বন্ধ ছিল এখন আবার কাজ শুরু করা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে নিয়ম মেনে কাজগুলো সম্পন্ন করা হবে।তিনি বলেন,উন্নয়ন কাজগুলো পিআইও স্যার নিজেই সরেজমিন পরিদর্শন করছেন।
এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে মান্দা উপজেলায় ইতিমধ্যে ৬০টি প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করা হয়েছে। এতে সুবিধা ভোগ করছে জনগণ। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ফেরাতে প্রকল্পের তথ্যসম্বলিত সাইনবোর্ড ব্যবহার ও নাম ফলক বাধ্যতামূলক করা হয়েছে। অথচ ইতিপূর্বে কোন প্রকল্প বাস্তবায়নে প্রকল্পের সভাপতিগণ সাইনবোর্ড ব্যবহার করতেন না। একটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যাতে করে স্থানীয় জনগণ প্রকল্পের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারেন। এজন্যই মূলত এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামীতে কর্মসূচির আওতায় জনগুরুত্বপূর্ণ স্থানে জনস্বার্থে ধারাবাহিকভাবে প্রকল্প প্রদান ও বাস্তবায়ন করা হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, ইতি মধ্যেই কাবিখা-কাবিটা প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের গ্রামীণ জনগোষ্ঠীর সুবিধার্থে রাস্তাঘাট, ইটসলিং, এইচবিবি করুণ কালভার্ট, সিসি ঢালাই এর মাধ্যমে বেশ কিছু কাজ সংস্কার ও উন্নয়ন সম্পন্ন করা হয়েছে। এই প্রকল্পে যেহেতু আমাদের অফিস পর্যায়ের প্রত্যয়ন পত্রের মাধ্যমে শতভাগ কার্যক্রম গুলো দেখে বিল প্রদান করা হয়। এছাড়াও চেয়ারম্যান ইউপি সদস্যগণ দেখভাল করেন এতে করে কাজের গুণগত মান নিশ্চিত করতে সুবিধা হয়। এবিষয়ে ভারশোঁ ইউনিয়ন পরিষদ(ইউপি)চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন,এবার পিআইও স্যার নিজেই সবগুলো উন্নয়ন কাজ পরিদর্শন করছেন।তিনি বলেন,এতে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *