বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মনোনয়ন দাখিল

সাব্বির হোসেন, বানারীপাড়া//
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে মনোনয়ন ফরম দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম দাখিল করেন। এ সময় তার সঙ্গে বানারীপাড়া উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ বায়েজিদুর রহমান মনোনয়ন ফরম গ্রহণ করেন।
মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি ফখরুল সিদ্দিকী সম্রাট তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দীর্ঘদিন পর নির্বাচনমুখী এই কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এর আগে বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মনোনয়ন দাখিল উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ সাব্বির হোসেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *