হেলাল শেখঃ শীত ও কুয়াশার মধ্যেও গভীর রাতে ঢাকার আশুলিয়ার জামগড়ায় অনুষ্ঠিত হলো “জামগড়া ফুটবল টুর্নামেন্ট–২০২৫ইং”।
শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫ইং) রাত সাড়ে ৯টায় জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুরু হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য ও আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় ওরফে (হেলাল শেখ), সাংবাদিক সাগর, এছাড়াও মোঃ আফছার ও বাবু’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টের আয়োজন করেন শেখ রাহাত, আল-আমিন ও নাঈম সাফওয়ান। খেলার শুরুতে উপস্থিত দর্শকদের বিনোদনের জন্য নাচ ও গানের আয়োজন করা হয়।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ফ্রেন্ডস স্কোয়াড বনাম জামগড়া কিংস। উত্তেজনাপূর্ণ খেলায় জামগড়া কিংসকে ৪-১ গোলে পরাজিত করে ফ্রেন্ডস স্কোয়াড দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রাত ১ টার দিকে (২৭ ডিসেম্বর ২০২৫ইং) তারিখে খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন এবং খেলায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে অতিথিরা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করে, তাই প্রতিটি এলাকায় এরকম বিভিন্ন খেলার আয়োজন করা দরকার।

Leave a Reply