রাতের আঁধারে শীতবস্ত্র দিয়ে প্রশংসায় ভাসছেন ডিসি মোঃ আরিফ-উজ-জামান

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ

মধ্যরাতে ছিন্নমূল সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ জামান।

সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও তীব্র শীতের প্রকোপে মানুষ যখন যুবুথুবু অবস্থায় কষ্ট উপভোগ করছেন। প্রশাসনের একজন সেবক হিসেবে ঠিক তখনই তিনি সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ও ছিন্নমূল মানুষের কথা চিন্তা করে অসহনীয় (প্রায় ৯ ডিগ্রি +) শীতের তীব্রতার মধ্যেও শীতবস্ত্র নিয়ে গভীর রাতে জেলা শহরের ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দিলেন মানবিক এই জেলা প্রশাসক ।

গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের পুলিশ লাইন্স মোড়, রেলস্টেশন, লঞ্চঘাট, বাস টার্মিনাল এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) পোঁছে দিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ জামান।।

তিনি বলেন, শীতের কষ্ট তারাই সবচেয়ে ভালো বোঝে, যাদের কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল তুলে দিতে পারা আমাদের জন্য আনন্দের। সরকারের পক্ষ থেকে আসা শীতবস্ত্র (কম্বল) আমরা পুরো জেলার অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সরকারের পাশাপাশি সমাজের সকল বিত্তবানদেরকে তাদের নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৌশিক আহমেদ, এনডিসি অনিরুদ্ধ দেব রায়, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *