আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর আয়োজনে নবনির্বাচিত কমিটির পরিচিতি ও অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সাথে পুরাতন কমিটিকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।
শনিবার (২৭ডিসেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহিদ আব্দুল জব্বার মিলনায়তনে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি , ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিষেক অনুষ্ঠানটির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোঃ ইকতিয়ার উদ্দিন ভূইয়া সভাপতিত্বে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন,তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নাজমুস সালেহীন, মুক্তাগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনাসহ ভূমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন খান,মহাসচিব আসাদুজ্জামান, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি বিভাগীয় শাখার সভাপতি হেলাল উদ্দিন, মহাসচিব আয়েন উদ্দিন।
প্রধান অথিতি জেলা প্রশাসক সাইফুর রহমান তার বক্তব্যে বলেন- জেলা প্রশাসক সাইফুর রহমান বলেছেন, দেশের ভূমি প্রশাসনের মতো একটি গুরুত্বপূর্ণ খাতের কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে মূলত ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে পরিচালিত হয়। সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত প্রায় সব সেবা এই অফিসের মাধ্যমেই দেয়া হয়। তাই ইউনিয়ন ভূমি অফিস হলো নাগরিক সেবার অন্যতম প্রধান কেন্দ্র। কিন্তু এই সেবার মান ও সুশাসন নিশ্চিত করতে এখনও নানা চ্যালেঞ্জ বিদ্যমান। স্বচ্ছ ও জনবান্ধব ভূমি সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে ভূমি অফিসারদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয়। বক্তারা বলেন, ভূমি প্রশাসনকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও গতিশীল করতে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন কমিটির নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত ময়মনসিংহ জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সকল সদস্যদের বরণ করা নেওয়া হয় এবং দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে। পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা, সদর ও উপজেলার নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তাগণ প্রমুখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলা শাখা দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে আসছে।

Leave a Reply