নলছিটিতে অ-সহায় দু-স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছ। নলছিটি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো. জোবায়ের হাবিব ২৭  ডিসেম্বর শনিবার (সকাল থেকে দুপুর পর্যন্ত) উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বেদে সম্প্রদায় এবং দপদপিয়া আশ্রয়ণ প্রকল্পের অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে ২৬ ডিসেম্বর শুক্রবার রাতে পৌর এলাকার বেদে সম্প্রদায় ও মাটিভাঙ্গা আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন স্থানে ঘুরে অসহায় ও দুঃস্থ মানুষের  মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ তার সঙ্গে ছিলেন।
নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হাবিব বলেন, শীতের কষ্ট কিছুটা লাগবে অসহায় ও দুস্থদের মাঝে সরকারি অনুদানে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *