সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ): মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত চলাচলকারী দ্রুতগতির আধুনিক যানবাহন মেট্রোরেলে দিন দিন যাত্রীর সংখ্যা বেড়েই চলেছে। দ্রুত চলাচলের সুবিধা থাকলেও ক্রমবর্ধমান যাত্রীচাপের কারণে ভোগান্তির অভিযোগ উঠছে।
গত তিন মাসের তুলনায় শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫ ইং) সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেলে যাত্রীদের চরম ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীদের ভিড় এমন পর্যায়ে পৌঁছায় যে, লোকাল বাস কিংবা ট্রেনে যাত্রী ওঠানামার দৃশ্যের সঙ্গে এর মিল পাওয়া যায়।
যদিও নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল দ্রুতগতিতে চলাচল করছে, তবে অতিরিক্ত যাত্রীদের চাপের কারণে যাত্রীদের হুড়োহুড়ি, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এবং ট্রেনে উঠানামায় চরম হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক যাত্রী।
নিয়মিত যাত্রীদের মতে, অফিসফেরত সময় ও সন্ধ্যার পর যাত্রীসংখ্যা নিয়ন্ত্রণে অতিরিক্ত ট্রেন সংযোজন ও ব্যবস্থাপনার উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। অন্যথায়, আধুনিক ও দ্রুতগতির এই গণপরিবহন ব্যবস্থাও যাত্রীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে উঠতে পারে বলে সচেতন মহল জানায়।

Leave a Reply