হেলাল শেখঃ দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরে (২৬ ডিসেম্বর-২০২৫) শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে এসে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান, দেশে ফেরার পর গতকাল ৩০০ ফিটে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
বিশেষ করে তার আগমনের পরই শুক্রবার প্রথম কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। শুক্রবার বিকেলে যদিও সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন করার কথা ছিলো কিন্তু তিনি রাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন। এর আগে তিনি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,শুক্রবার জুমার নামাজ শেষে তিনি গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরে তাঁর পিতার কবর জিয়ারত করেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়। স্মৃতিসৌধ এলাকায় এ উপলক্ষে ঢাকা-১৯ আসনের সাবেক এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুসহ দলীয় নেতাকর্মীরা সরাসরি তারেক রহমানকে একনজর দেখার জন্য শুক্রবার জুম্মার নামাজের পর থেকে স্মৃতিসৌধে অপেক্ষা করে। সেখানে নিরাপত্তায় রয়েছেন বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী।
সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুমার নামাজের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিলো কিন্তু তিনি রাতে এসেছেন, সেই অনুযায়ী গণপূর্ত অধিদফতর পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়েছিলো।
তারেক রহমানের আগমনে সাভারে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা স্মৃতিসৌধে উপস্থিত হতে শুরু করেন, গভীর রাত জেগে স্মৃতিসৌধে থাকেন তারা।
নিরাপত্তার কারণে স্মৃতিসৌধেট আশপাশে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, নিরাপত্তায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেজন্য বিশেষ নজরদারি চালানো হয়।
স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন সূত্রে জানা গেছে, ইতিমধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে ৫০ হাজারের বেশি মানুষের সমবগম হয়েছে।

Leave a Reply