পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জাপার সদস্য, জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর জুম্মা নামাজ আদায় করে পিতা পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব এস এম আলী আকবর ও দাদা, দাদীর কবর জিয়ারতের মধ্যে দিয়ে প্রচার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
২৬ ডিসেম্বর শুক্রবার তার জন্মভূমি পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামে ঘোষাল জামে মসজিদে জুম্মা নামাজ পূর্বে মসজিদে চাচা, ভাই, আত্মীয় স্বজন ও গ্রামবাসীদের কাছে দোয়া চেয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন। সেখান থেকে গদাইপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে সোলাদানা ইউনিয়নে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রয়াত প্রফুল্ল সরদারের ছোট ছেলে পৌরসভার সাবেক কমিশনার পরিতোষ কুমার সরদার পরলোক গমন করায় তার বাড়ীতে যেয়ে তার পরিবার পরিজনের সাথে সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাপার আহবায়ক আলহাজ্ব গাজী শহিদুল ইসলাম খোকন, জেলা জাপার যুগ্ম-সম্পাদক ও উপজেলা সদস্য সচিব সামছুল হুদা খোকন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুস সামাদ, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল আজিজ, পৌর জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, পৌর যুবসংহতির সভাপতি শেখ মাসুদুর রহমান, জাপানেতা আব্দুর রহিম, দেবাশীষ সানা, মোঃ ফিরোজ খান ও এবাদুল সরদার।
ইমদাদুল হক
পাইকগাছা, খুলনা

Leave a Reply