চিকিৎসার অ-ভাবে চোখের বাম পাশে বি-রল টিউমার, মানবেতর জীবন কাটাচ্ছেন রিকশাচালক মোতালেব

মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব পেশায় একজন রিকশাচালক। শৈশবকাল থেকে তার চোখের বাম পাশে একটি টিউমার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে টিউমারটি ভয়াবহ আকার ধারণ করে ডান চোখটি প্রায় সম্পূর্ণ ঢেকে ফেলেছে।

গত ২৫ ডিসেম্বর সকাল ১১টার দিকে কাজীর দেউরি এলাকায় দায়িত্ব পালনকালে সাংবাদিক মিঠুন সাহার নজরে পড়েন মোতালেব । স্বউদ্যোগে তার শারীরিক অবস্থার কথা জানতে চাইলে তিনি নিজের জীবনের এই করুণ বাস্তবতার কথা জানান।

আবদুল মোতালেব জানান, ছোটবেলায় টিউমারটি ধরা পড়লেও পরিবারের চরম আর্থিক অনটনের কারণে চিকিৎসা করানো সম্ভব হয়নি। পরবর্তীতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টিউমারটি বড় হলেও টাকার অভাবে কোনো উন্নত চিকিৎসা নিতে পারেননি তিনি।

বর্তমানে শারীরিক কষ্ট, দৃষ্টিশক্তির সমস্যা ও সামাজিক অবহেলার মাঝেও জীবিকার তাগিদে প্রতিদিন রিকশা চালাতে বাধ্য হচ্ছেন শাহাদাত। তার এই অবস্থা যে কোনো মানবিক হৃদয়কে নাড়া দেয়।

চিকিৎসকদের মতে, সঠিক চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে এখনো তার অবস্থার উন্নতি সম্ভব হতে পারে। তবে এর জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা তার পক্ষে জোগাড় করা অসম্ভব।

এ অবস্থায় সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন শাহাদাত ও তার পরিবার, যাতে তিনি প্রয়োজনীয় চিকিৎসা পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *