বান্দরবান (থানচি) প্রতিনিধি:মথি ত্রিপুরা।
সারাবিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ২৫ শে ডিসেম্বর শুভ বড়দিন।
এই যীশুর জন্মদিন বড়দিন উপলক্ষে রামদু পাড়ার দুর্গম এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান উৎসব শুভ বড়দিন উদযাপন করেছেন। আরও এলাকায় বিভিন্ন গ্রামেও এই উৎসব উদযাপন করে থাকে। সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
বড়দিন উপলক্ষে স্থানীয় গির্জায় বিশেষ প্রার্থনা, ধর্মীয় সংগীত পরিবেশন এবং সামাজিক মিলনমেলার আয়োজন করা হয়। দুর্গম এলাকা হওয়া সত্ত্বেও বিভিন্ন স্থান থেকে ধর্মাবলম্বীরা এই উৎসবে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত এক ধর্মীয় নেতা বলেন, “শুভ বড়দিন আমাদের ভালোবাসা, শান্তি ও মানবতার শিক্ষা দেয়। এই উৎসবের মাধ্যমে আমরা পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করি।”
বড়দিনের সব আয়োজনের রয়েছে গান,নাচ,পিঠার উৎসব ইত্যাদি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এই উৎসব এলাকাবাসীর মধ্যে আনন্দ, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Leave a Reply