তারেক রহমানের আগমনে সুন্দরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের উপজেলা আহ্বায়ক একেএম ফখরুল ইসলাম মিলুর নেতৃত্বে সুন্দরগঞ্জ পৌরশহরের বাহিরগোলা মসজিদ মোড় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‘তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ’ সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ আনন্দ মিছিলে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের উপজেলা আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একেএম ফখরুল ইসলাম মিলু, ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের সভাপতি ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, ছাত্রদল নেতা মোনারুল ইসলাম মোনা, বিদ্যুৎ, নিশাত, সবুজ, হরি মহন্ত, নিপু বিশ্বাস প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *