আরিফ রববানী ময়মনসিংহ।।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নতুন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসাবে মোহাম্মদ শহীদ উল্লাহ যোগদান করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সচ্ছতা যাচাই বাছাইয়ে নিয়মিত পরিদর্শন করে চলছেন।
এর আগে তিনি ময়মনসিংহের ত্রিশালে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা হিসাবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার বদলী হওয়ায় ত্রিশালে
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ সাইফুল ইসলাম। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলায় কর্মরত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ্ এর আগে বিগত ২০২২সালের এপ্রিল মাসের ২১ তারিখে ত্রিশাল উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক উপজেলায় সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলার গরীব মেধাবী ছাত্র-ছাত্রী ও হতদরিদ্রের পাশে দাঁড়িয়েছিলেন। প্রতিনিয়ত বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করার সাথে সাথে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সাধারণ মানুষকে সেবা দিয়েছেন তিনি। স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত জনপ্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে উন্নয়ন কর্মকান্ড গুলো নিয়মিত পরিদর্শন করে সমস্যাগুলো দ্রুত সময়ে সমাধান ও সততার গুণে ত্রিশালে ব্যাপক সুনাম কুড়িয়েছেন পিআইও শহীদ উল্লাহ।
উপজেলার সচেতন নাগরিকদের প্রত্যাশা- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদ উল্লাহ তাঁর কর্মদক্ষতা, সততা, আদর্শ ও সঠিক সিদ্ধান্তে উপজেলার সাধারণ মানুষের হয়ে কাজ করে চুনারুঘাট উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসাবে গড়ে তুলবেন। সকল ধরনের মানুষ খুব সহজেই তাঁর কাছে সমস্যার কথা বলতে পারাসহ অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবেন এবং একই সাথে উপজেলার সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার পাশাপাশি সাধারণ মানুষের জনভোগান্তি নিরসনের মাধ্যমে সেবার মান বাড়িয়ে তুলবেন।
নবাগত পিআইও মোঃ শহীদ উল্লাহ এর চুনারুঘাট উপজেলায় যোগদানের পর উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ কুশলাাদি বিনিময় করেন। পিআইও অফিসের অন্যান্য কর্মকর্তাগণও তাকে স্বাগত জানান।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করতে চাই। সকলের সহযোগিতায় এ উপজেলাকে সমৃদ্ধ হিসাবে করতে কাজ করবো। একই সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়কে জনবান্ধব হিসেবে গড়ে তুলার সাথে-সাথে সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে তিনি উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলের সমন্বিত প্রচেষ্টার গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply