মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামীকছলীগ ও সহযোগী সংগঠনের ১৪ নেতার প-দত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ১৪ নেতা সংবাদ সম্মেলন করে দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন মো. কাবুল শেখ- কৃষি বিষয়ক সম্পাদক, ইদ্রিস শেখ- শ্রম বিষয়ক সম্পাদক, মোঃ হাফিজুর রহমান- শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, বিকাশ সরকার- সহসভাপতি, পটু লস্কর-যুগ্ম সাধারণ সম্পাদক, নুর ইসলাম মোল্যা- সাংগঠনিক সম্পাদক ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ খান্দারপাড়া, মজিবুর রহমান চুন্নু- সভাপতি, নাসির শেখ- সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ খান্দারপাড়া, মোঃ মহিউদ্দীন খন্দকার আলো- সভাপতি, খন্দকার ইমাম হোসেন- সদস্য, নিরোদ বিশ্বাস- সদস্য, শুকুর খন্দকার- সদস্য ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ, খান্দারপাড়া, আজাদ শেখ- সভাপতি, রাসেল শেখ আদাড়ি- সদস্য খান্দারপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে খন্দকার ইমাম হোসেন জানান, মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামীলীগের প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে পদত্যাগ করছি। আজ থেকে আমাদের সংগে আওয়ামীলীগের আর কোন সম্পর্ক নেই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *