নূর মডেল কেজি এন্ড হাই স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও আলোচনা  সভা অনুষ্ঠিত 

ষ্টাফ রির্পোটার: গতকাল  দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার আদর্শ রিচি গ্রামে সু প্রতিষ্ঠিত নূর মডেল কেজি এন্ড হাই স্কুল এর  প্রতি বছরের ন্যায় বার্ষিক  ফলাফল 

প্রকাশ ও আলোচনান সভা অনুষ্ঠিত হয়েছে, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সম্পাদক মোহাম্মদ নায়েব হোসাইন এর পরিচালনায় এবং ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল মোছাব্বির এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  মো:ফজলুর রহমান

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা

নূর মডেল কেজি এন্ড হাই স্কুল, বিশেষ অতিথি  ছিলেন ডা:মো:জিতু মিয়া সাধারণ সম্পাদক, হযরত শাহজালাল(র:)সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা, মো:গোলাম রব্বানী সহ-সভাপতি ম্যানেজিং কমিটি, 

নূর মডেল কেজি এন্ড হাই স্কুল, মো:আমিনুল ইসলাম( আমীন) সভাপতি, রিচি(সাগর কোনা) পঞ্চায়েত কমিটি, আব্দুল মোতাকাব্বির রাজ্জাক, সাধারণ সম্পাদক 

রিচি(ঈশান কোনা) পঞ্চায়েত কমিটি। কবীর আহমেদ, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রিচি উচ্চ বিদ্যালয়, মো:রইছ আলী মেম্বার সাবেক আহ্বায়ক, ম্যানেজিং কমিটি, নূর মডেল কেজি এন্ড হাই স্কুল,হাজ্বী মো:মুকসুদ আলী,সভাপতি, হাজী ইনছান উল্লাহ শাহী জামে মসজিদ, শাহ্ মো:আব্দুস সালাম বৈশিষ্ট্য মুরুব্বি, মো:আব্দুল কাইয়ুম বৈশিষ্ট্য মুরুব্বি, মো: লুৎফর রহমান পুলিশ কর্মকর্তা(অব:)মো: আব্দুল হক, অবিভাবক প্রতিনিধি সদস্য, মো:নিয়ামত আলী, প্রাইম ব্যাংক এজেন্ট রিচি শাখা, মো:ফরিদ মিয়া বৈশিষ্ট্য মুরুব্বি, মো:টেনু মিয়া, শ্রমিক নেতা,আরিফুল ইসলাম রনি শিক্ষানবিশ আইনজীবী, মো:নজরুল ইসলাম, সৌদি আরব প্রবাসী 

মো:মোসাইদ আলম,মোহাম্মদ মোহেদী হাসাইন (শাওন)এর কোরান তেলওয়াত এর মাধ্যমে শুরু হয় বক্তারা বলেন : অল্প দিনে ইতি মধ্যে পড়ালেখায় রিচি গ্রাম ও এলাকায় যে ভাবে  গুনগত মান বৃদ্ধি পেয়েছে তা বিরলত  পাশাপাশি অনেক বৃত্তি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত হয়েছে। আধুনিক মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নূর মডেল কেজি এন্ড হাই স্কুল সময়ের যুগে পড়ালেখার মান ভালো, আমরা আশা করি এর আলো সারা বিশ্বের ছরিয়ে যাবে, গরীব অসহায় ও শিশু:ইফা:শ্রেণির জন্য সম্পূর্ণ  ফ্রী ভাবে  পড়ানো হচ্ছে, এবং মেধাবী ও প্রতিবন্ধী দের জন্য বিশেষ ব্যবস্হা রয়েছে। যা  অতুলনীয় ভাবে উন্নয়নের সোহান হিসাবে দ্বারা বাহিক হিসাবে অব্যাহত থাকবে। পরে সকল শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরণ ও তবারক দেওয়া হয়।  উপস্থিত সকলেই  প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা  করেন ভবিষ্যৎতে এলাকায় বাসিরা  সকল দিকে সাবিক সাহায্য সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। 

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, মোছা:লাকী আক্তার সহকারী প্রধান শিক্ষক, মোছা: ফুলবাবু আক্তার শিউলি,  মোছা:ফারজানা আক্তার মুন্নী, শিমলা আক্তার, স্বরুপা আক্তার, তানজিনা আক্তার, আরিফ উদ্দিন , সাদিয়া আক্তার, পপি আক্তার, সহ আরো  প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন,  নাত পরিবেশন করেন, মো:রায়হান উদ্দিন(ছোটন)

মোনাজাত করেন মো:তারিফ এ রাব্বানী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *