জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
সোমবার বিকেল ৫টায় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার সহধর্মিনী ডা. শরিফা করিম স্বর্ণা।
এ সময় বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।

Leave a Reply