কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জের তিনটি (গোপালগঞ্জ -১, ২ ও ৩) আসন থেকে ২৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীও রয়েছেন।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিন তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম এবং গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের।
এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান, বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপ্টন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ নিয়ে জেলার তিনটি আসন থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গোপালগঞ্জ-১ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির সেলিমুজ্জামান সেলিম, এনসিপির প্রলয় কুমার পাল, স্বতন্ত্র এম আনিসুল ইসলাম ও মো. সুজাউদ্দিন অপু।
গোপালগঞ্জ-২ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির ডা. কে এম বাবর, জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট আজমল হোসেন, সরদার, ইসলামী আন্দোলনের তসলিম হুসাইন শিকদার, গণফোরামের শাহ মফিজ, স্বতন্ত্র হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু, জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, উৎপল বিশ্বাস ও শিপন ভূঁইয়া।
গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির এস এম জিলানী, এনসিপির আরিফুল দাড়িয়া, জামায়াতে ইসলামীর অধ্যাপক এম এম রেজাউল করিম, গণঅধিকারের আবুল বশার, স্বতন্ত্র অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান ও মোহাম্মদ আনোয়ার হোসেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে অংশ নিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অফিস চলাকালীন সময়ে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। জেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত।

Leave a Reply