হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় হাতি ব্যবহার করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া-শরীফ মার্কেট রোডসহ আশপাশের বিভিন্ন সড়কের দুই পাশে দোকানদার, ব্যবসায়ী ও পথচারীদের কাছে হাতি নিয়ে গিয়ে ভয় দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করা হয় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি হাতি নিয়ে এক ব্যক্তি রাস্তায় ঘোরাফেরা করে দোকান ও মানুষের সামনে হাতি দাঁড় করিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় চাঁদা আদায়ের চেষ্টা করা হলে কয়েকজন মোবাইলে ভিডিও ধারণ করতে শুরু করেন। বিষয়টি টের পেয়ে হাতিসহ ওই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply