সুষ্ঠু, অবাধ ও নি-রপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে প্রশাসন: জেলা প্রশাসক আবু সাঈদ

নেছারাবাদ সংবাদদাতা,পিরোজপুর।

পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সরকারের পক্ষ থেকে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে। তিনি জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সরকার প্রশাসনে ব্যাপক রদবদল এনে একটি শক্ত ও কার্যকর কাঠামো গড়ে তুলেছে।

সোমবার দুপুরে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে জাতীয় সংসদ নির্বাচন, অন্যদিকে গণভোট—দুইটি বিষয়ই জনগণের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গণভোট সম্পর্কে জনগণকে সচেতন করতে প্রশাসন নানা উদ্যোগ নিচ্ছে। পিরোজপুর জেলার সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের সময় সহিংসতা পরিহার করে সম্প্রীতি বজায় রাখতে হবে এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচনকালীন সময়ে আচরণবিধি বাস্তবায়নে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে। প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে, আইন ভঙ্গকারী ব্যক্তি যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

মাদক নির্মূল প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, এ ক্ষেত্রে শুধু প্রশাসন একমাত্র হাতিয়ার নয়। সমাজের সর্বস্তরের মানুষকে প্রতিবাদী মনোভাব ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি শিক্ষকদের প্রতি অনুরোধ জানান, পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক মূল্যবোধ শেখাতে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের সামাজিক ব্যাধি সম্পর্কে সচেতন করতে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত, সেনাক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল আরাফ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. মো. আব্দুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ মো. মাসুম কামাল হাওলাদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম লিটু প্রমুখ।

এদিন জেলা প্রশাসক আবু সাঈদ স্বরূপকাঠি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র, ভূমি অফিস, বিসিক শিল্পনগরী ও ফজিলা রহমান মহিলা কলেজ পরিদর্শনসহ নানা কর্মসূচিতে অংশ নেন।

আনোয়ার হোসেন
নেছারাবাদ সংবাদদাতা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *