পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (পুঠিয়া-–দুর্গাপুর) আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিকের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন নেতাকর্মীরা। এছাড়াও বিএনপি’র মনোনয়ন বঞ্চিত আরো কয়েক জন প্রার্থী, জুলফার নাঈম মোস্তফা, ইসফা খাইরুল হক শিমুল, রোকনুজ্জামান আলম, ও আল মামুন খান সহ মনোনয়ন পত্র উত্তোলন করেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিয়াকত সালমান এর কার্যালয়ে উপস্থিত হয়ে এ মনোনয়ন ফরম উত্তোলন করেন বিশিষ্ট শিক্ষাবিদ বিএনপি নেতা সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, দুর্গাপুর পৌর বিএনপির সদস্য বিশিষ্ট ব্যাবসায়ি সামসুর রহমান, বিএনপির নেতা মাহাবুব, ডাঃ মোকবুল, পুঠিয়া উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, সিনিয়র যুন্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, পুঠিয়া পৌর ছাত্র দলের আহবায়ক সানোয়ার হোসেন জনি, যুগ্ম আহবায়ক হাবিবুল বাসার, যুগ্ম আহবায়ক সাগর, ভালুকগাছী ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক জনি। বানেশ্বর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নাসহ বিএনপি ছাত্রদল, যুবদল, কৃষকদল, সে”ছাসেবকদলসহ শতশত নেতা কর্মী উপস্থিত ছিলেন।মনোনয়ন ফরম উত্তোলন করতে আসা বিশিষ্ট শিক্ষাবিদ বিএনপি নেতা সাইফুল ইসলাম অভিযোগ করেন, রাজশাহী-৫ আসনে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে, তার পক্ষে ধানের শীষের বিজয় সম্ভব নয়। বর্তমানে মনোনীত প্রার্থী নেতাকর্মী সংকটে ভুগছেন। ফলে তিনি মাঠে গণসংযোগ ও প্রচার-প্রচারণা জোরালোভাবে চালাতে পারছেন না। এমনকি আসনের কিছু এলাকায় গণসংযোগে গিয়ে দলীয় নেতাকর্মীদের বাধার মুখেও পড়ছেন, দলের হাইকমান্ডের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, নিরপেক্ষ জরিপের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করে আবু বকর সিদ্দিককে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হোক।
এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে আবু বকর সিদ্দিক বলেন, ‘দীর্ঘদিন ধরে যেসব নেতাকর্মী জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে দলের হাল ধরে, আমরা চেয়েছিলাম তাদের মধ্য থেকে কাউকে রাজশাহী-৫ আসনে মনোনয়ন দেওয়া হোক। কিন্তু বাস্তবে তা হয়নি। বরং নেতাকর্মীবিমুখ ও জনবিচ্ছিন্ন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা তৃণমূল নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না।’
তিনি আরও বলেন, ‘তৃণমূল এখনো আশা করে, দল নিরপেক্ষ জরিপের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করে যোগ্য ও উপযুক্ত প্রার্থীকে মনোনয়ন দেবে। দলকে অবশ্যই নেতাকর্মীদের মনের ভাষা বুঝতে হবে।’
উল্লেখ্য, রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ১২ জন। গত ৩ নভেম্বর বিএনপি থেকে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে প্রার্থী ঘোষণা করা হয়। তিনি এর আগে ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে অংশগ্রহণ করেছিলেন। এ পর্যন্ত বিএনপির দলীয় মননোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। #
মাজেদুর রহমান( মাজদার)
পুঠিয়া, রাজশাহী।

Leave a Reply