মোঃ তরিকুল ইসলাম তরুন,কুমিল্লা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনিরুল হক (সাক্কু)। গতরোববার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এ সময় তাঁর সঙ্গে সাক্কুর কয়েকজন অনুসারী উপস্থিত ছিলেন।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন এবং সেনানিবাস এলাকা নিয়ে গঠিত কুমিল্লা-৬ আসনটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। গত ৩ নভেম্বর এই আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় বিএনপি। এরপর থেকে মনিরুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারে সরাসরি অংশ নিচ্ছেন মনিরুল হক সাক্কু ও তাঁর অনুসারীরা।
এমন প্রেক্ষাপটে মনিরুল হক সাক্কুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে মনিরুল হক সাক্কুর পক্ষে আইনজীবী গোলাম মোস্তফা বলেন, “মনিরুল হক সাক্কু সব সময় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে গেছেন। জনগণের চাওয়ার কারণেই আজ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি চূড়ান্তভাবে নির্বাচনে অংশ নেবেন কি না, সেটিও জনগণের প্রত্যাশার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় ওই বছরের ১৯ মে বিএনপি থেকে মনিরুল হক সাক্কুকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। সে সময় তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। যদিও বহিষ্কৃত হওয়ার পরও তাঁকে বিভিন্ন সময় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে দেখা গেছে।
মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে মনিরুল হক সাক্কু বলেন,
“আমি প্রায় আড়াই বছর ধরে কুমিল্লা সদর আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে আছি। আমার সংগঠন ও কর্মীসমর্থকেরা প্রস্তুত। প্রার্থী ঘোষণার আগে দলের মহাসচিব আমাকে ডেকে নিয়ে আলোচনা করেছিলেন। তখন আমি বলেছিলাম—হয় আমাকে মনোনয়ন দিন, নয়তো মনিরুল হক চৌধুরীকে দিন। দল মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দিয়েছে এবং আমি তাঁর পক্ষে কাজ করছি। জনগণের প্রত্যাশা অনুযায়ী আজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ও জনগণের মতামতের ওপর। বর্তমানে আমি ধানের শীষ প্রতীকের পক্ষেই কাজ করছি।”
কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর পর্যন্ত জেলার ১১টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, এলডিপি, গণফ্রন্ট ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, নির্বাচনকে সামনে রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।এসময় কুমিল্লা ১০ আসন লাঙ্গল কোট ও লালমাই উপজেলার বিএনপি একমাত্র নারী নেত্রী সোহানা সুলতানা শিল্পী মনোনয়ন পত্র সংগ্রহ করতে দেখা গেছে।
কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু

Leave a Reply