নিজ এলাকায় ফ্রি চি-কিৎসা সেবা দিলেন ডাক্তার অলি আহমেদ

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,বিশিষ্ট রাজনীতিবিদ, সিনিয়র সাংবাদিক এম.দুলাল উদ্দিন আহমেদ এর পুত্র ডা: অলি আহমেদ পারভেজ তার নিজ এলাকার সাধারণ ও দরিদ্র মানুষদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছেন।মানব সেবা মুলক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প”র উদ্যোগে সলঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে শনিবার বিনামূল্যে তিনি চিকিৎসা সেবা প্রদান করেন।দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারদের মধ্যে তিনিও একজন অন্যতম ডাক্তার ছিলেন।ডা: অলি আহমেদ পারভেজ এমবিবিএস. (এফএমজি),সিএমইউ (আল্ট্রা),এমসিজিপি,
পিজিটি (সার্জারি),মেডিকেল অফিসার, জেনারেল সার্জারি বিভাগ,খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে কর্মরত আছেন।চিকিৎসা দিতে আসা ডা: অলি আহমেদ পারভেজ তার প্রতিক্রিয়ায় প্রথমেই “প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপের সকলকে এমন একটি মানব কল্যাণ ও মহতী কাজের উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানান।তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন,সমাজের পরিবর্তন শুরু হয় ছোট ছোট মানবিক উদ্যোগ থেকেই।একটি ছোট কাজ হয়তো একদিনে পৃথিবী বদলে দিতে পারে না,কিন্তু সেটিই পরিবর্তনের সূচনা করতে পারে।”প্রিয় সলঙ্গার গল্প” সংশ্লিষ্ট এই প্রজন্মের তরুণ ও যুবকরা বড়দের সহযোগিতা নিয়ে মানবতার কল্যাণে যে সকল কাজ করে যাচ্ছে,তাদের এই নিঃস্বার্থ মানবতার কাজে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি।তিনি আরো বলেন,ছাত্র জীবন থেকেই আমার ইচ্ছা ছিল,বড় হয়ে আমি একজন ডাক্তার হব।ডাক্তার হয়ে সমাজের অসহায়,দরিদ্র ও সাধারণ মানুষদের সেবা করবো।তাই আমার নিজ জন্মভূমি সলঙ্গার মানুষদের সেবা করতে পেরে আমি আনন্দ বোধ করছি এবং আগামীতেও পাশে থাকবো ইনশাআল্লাহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *