ঝালকাঠিতে হাদী হ-ত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অ-বরোধ ৭২ ঘন্টা আ-লটিমেটাম 

রিপোর্ট : ইমাম বিমান 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বরিশাল-খুলনাা মহাসড়কের ঝালকাঠি কলেজমোড় চৌরাস্তা অবরোধ করে ( হাদী এখন কবরে খুনি কেন বাহিরে,আমরা সবাই হাদী হব ইনসাফের কথা বলব, এক হাদী লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে) শ্লোগান দিয়ে ব্লকেড কর্মসূচি পালন করা হয়। শহরের কলেজ মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি ও গণঅধিকার পরিষদের যৌথ উদ্যোগে শরীফ ওসমান বিন হাদীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শনিবার বিরতির পর রবিবার দুপুর একটা থেকে বরিশাল-খুলনা মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন, যতক্ষণ পর্যন্ত জেলা প্রশাসক ও পুলিশ এখানে এসে আমাদের সাথে আসামির গ্রেফতার ও বিচারের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা অবরোধ প্রত্যাহার করব না। 

অবরোধ চলাকালিন সময় বিকেলে ঝালকাঠি জেলায় সদ্য যোগদানকৃত নবাগত জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান এসে সড়ক অবরোধকারীদের সাথে কথা বলেন। একই সাথে তিনি জনদূর্ভোগ লাঘবে অবরোধ কারীদের অনুরোধ জানালে তার অনুরোধে আগামী ৭২ঘন্টার মধ্যে হাদী হত্যাকারীকে গ্রেফতার করতে ব্যর্থ হলে পুনরায় সড়ক অবরোধ করার ঘোষনা দিয়ে অবরোধ তুলে দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা আহবায়ক আল তৌফিক লিখন, সদস্য সচিব রাইয়ান বিন কামাল, জাতীয় নাগরিক পার্টি ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না, ঝালকাঠি ২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ। সড়কের চারপাশে বিপুল সংখ্যক গাড়ি আটকা পড়ে যায়, দূর দিগন্ত থেকে আসা জনগণ চরম ভোগান্তিতে পড়েন। তারা পায়ে হেঁটে বিকল্প পথে গন্তব্যে প্রচার চেষ্টা করেন। সরজমিনে দেখা যায় রোগী বহনকারী এম্বুলেন্স, কাঁচামালের গাড়ি তারা বেরিকেট সরিয়ে ছেড়ে দিচ্ছে।

উল্লেখ্য যে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর হত্যার ঘটনায় ও জড়িতরা আটক না হওয়ার প্রতিবাদে গত ১৮ ও ১৯ ডিসেম্বর মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন। অদ্যাবধি শরীফ ওসমান হাদির হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় পুনরায় মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *