স্টাফ রিপোর্টার:মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হয়রানি ও নানা ধরনের নিপীড়নের প্রতিবাদ এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম-এর ১১০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।আজ রবিবার(২১ ডিসেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কেন্দ্রীয় কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবাদিক ও সংগঠক এস. এম.সাইফুল ইসলাম কবির এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন আহমেদ হোসাইন ছানু। নেতৃবৃন্দ বলেন, দেশের মফস্বল সাংবাদিকরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্য ও ঝুঁকির মধ্য দিয়ে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। এই সংগঠন সেই অবহেলিত কণ্ঠস্বরকে সংগঠিত ও শক্তিশালী করতেই কাজ করবে।
শক্তিশালী ও প্রতিনিধিত্বশীল নেতৃত্ব
নবগঠিত কমিটিতে দেশের বিভিন্ন অঞ্চল ও গণমাধ্যমের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন— মুনসুর আহমেদ (জাতীয় দৈনিক নওরোজ, ঢাকা), কামাল হোসেন খান (সম্পাদক, কুয়াকাটা নিউজ২৪.কম, ঢাকা), মো. মিজানুর রহমান (আইএনবি নিউজ, ঢাকা),এইচ এম শহিদুল ইসলাম, রক্সি খান, মোস্তাফিজার রহমান বাবলু, নির্মল বড়ুয়া মিলন (সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম, চট্টগ্রাম), বি. এম. রাকিব হাসান (খুলনা) এবং মোল্লা হারুন অর রশিদ (কুড়িগ্রাম—আমাদের সময় ও এশিয়ান টিভি)।
সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন ডি. এম. সাইফুল্লাহ খান। যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহজাহান খান ।
সম্পাদকীয় ও সাংগঠনিক কাঠামো
সহকারী মহাসচিব পদে রয়েছেন— এম. এস. সাগর (কুড়িগ্রাম), শহিদুল হক (চট্টগ্রাম), আজগর আলী মানিক (সিটিজি-ক্রাইম-টিভি), আশরাফ চৌধুরী (সিলেট) এবং মালেকুজ্জামান কাকা (যশোর)।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আমিনুল হক শাহীন (বাংলাদেশ টেলিভিশন)। সহকারী সাংগঠনিক সম্পাদক— কাজী মিজানুর রহমান (আমাদের কণ্ঠ, খুলনা) ও মো. ইউসুফ আলী (আমাদের অর্থনীতি, দিনাজপুর)।
অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজু আহমেদ (খুলনা) এবং সহকারী অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুম মুনিব (দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক আমাদের নতুন সময়, কুষ্টিয়া)।
দপ্তর সম্পাদক ফরিদুর রহমান শামীম (দৈনিক লাখোকণ্ঠ) এবং সহকারী দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম (দৈনিক আমাদের অর্থনীতি, সিরাজগঞ্জ)।
প্রচার, প্রশিক্ষণ ও প্রযুক্তি বিভাগ
আইসিটি সম্পাদক এস. এম. আবু ওবাইদা আল-মাহাদী (সময়ের কণ্ঠস্বর, ঢাকা)। প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক নাদিম মাহমুদ (আমাদের সময়, মুন্সীগঞ্জ)।
প্রশিক্ষণ সম্পাদক মো. ইমরান হোসেন (চ্যানেল-৯, বাংলার অর্জন, নড়াইল) ও সহকারী প্রশিক্ষণ সম্পাদক রাহাত হোসেন (মাদারীপুর)।
নারী, মানবাধিকার ও গবেষণা
মহিলা সম্পাদিকা আফরীন জাহান লীনা (পটুয়াখালী) এবং সহকারী মহিলা সম্পাদিকা নাজমুন নাহার নাজমা (বেনাপোল)।
মানবাধিকার সম্পাদক মিজান লিটন (চাঁদপুর)। তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ (পঞ্চগড়)।
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক অনিরুদ্ধ রেজা (কুড়িগ্রাম—আমাদের অর্থনীতি ও কলকাতা টিভি) এবং সহকারী ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সাহাবুদ্দিন মো. রেজাউল করিম (আমাদের অর্থনীতি, সিরাজগঞ্জ)।
নির্বাহী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— সৈয়দ মিরাজুল ইসলাম (ইএনবি, গোপালগঞ্জ), শেখ শামীম আহমেদ (দৈনিক সংবাদ সকাল—মোহনা টিভি, বরিশাল), শেখ ফরিদ আহমেদ ময়না (সাতক্ষীরা), মো. এম. নাজিম উদ্দিন (রাঙ্গামাটি), শাফায়েত হোসেন (বান্দরবান), শামছুজ্জোহা পলাশ (আমাদের অর্থনীতি, চুয়াডাঙ্গা), আবুল বাসার আব্বাসী (আমাদের অর্থনীতি, মানিকগঞ্জ), ছানাউল্লাহ নূরী (আমাদের অর্থনীতি, গাজীপুর), বুলবুল আহমেদ (ময়মনসিংহ), মো. জাহিদুর রহমান তারিক (ঝিনাইদহ) ও উজ্জ্বল রায় (নড়াইল)নির্বাহী সদস্য সাংবাদিক রহমত আলী. সাংবাদিক চিত্রশিল্পী মিলন বিশ্বাস প্রমুখ।।
নেতৃবৃন্দের অঙ্গীকার
নেতৃবৃন্দ বলেন,
“মফস্বল সাংবাদিকরা জাতির তথ্যপ্রবাহের মেরুদণ্ড। তাদের নিরাপত্তা, সম্মান ও ন্যায্য অধিকার রক্ষা না হলে স্বাধীন সাংবাদিকতা টেকসই হবে না।”
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম আগামী দিনে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন, আইনি সহায়তা, প্রশিক্ষণ কার্যক্রম এবং নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখবে বলে জানান তারা।

Leave a Reply