আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে মব সৃষ্টি করে শ্রমিককে পিটিয়ে হত্যা করার ঘটনায় জড়িত থাকায় র্যাব ও পুলিশের পৃথক অভিযানে মোট ১০জন গ্রেফতার করেছে আইনশৃঙ্খলাবাহীনী । গ্রেফতারকৃত আসামিরা হলেন-ভালুকা উপজেলার মোঃ আজমল হাসান সগীর (২৬), মোঃ শাহিন মিয়া (১৯) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মোঃ নাজমুল (২১),মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।।গ্রেফ” তারকৃত আ” সা” মি” দেরকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
শুক্রবার (২০ডিসেম্বর) মধ্যরাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ভালুকা থানা পুলিশের যৌথ অভি” যানে ভালুকার হবিরবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।নিহত শ্রমিকের নাম দিপু চন্দ্র দাশ। তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাশের ছেলে।উপজেলার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক ছিলেন দিপু। উক্ত ঘটনায় পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে তারা হলেন-ভালুকা উপজেলার মোঃ আজমল হাসান সগীর (২৬), মোঃ শাহিন মিয়া (১৯) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মোঃ নাজমুল (২১।
অপরদিকে র্যাবের অতিরিক্ত ডিআইজি নঈমুল হাসান জানান একই ঘটনায় আরো ৭ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২০ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। গ্রেপ্তাররা হলেন— মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।র্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
স্থানীয় সুত্রের বরাদ দিয়ে অতিরিক্ত জেলা পুলিশ (সুপার অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানায়-
হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ক “টু” ক্তির অভি” যোগে ভালুকা থানাধীন ১০নং হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় অবস্থিত পাইওনিয়ার্স নীটওয়্যারস (বিডি) লিঃ ফ্যাক্টরির শ্রমিক ও উত্তেজিত জনতার দ্বারা গণ”পি”টু” নির শি”কা”র হয়ে নিহত হন
উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক ও তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাশের ছেলে
দিপু চন্দ্র দাশ। উ” ত্তে”জিত শ্রমিক-জনতা লাশ মহাসড়কে নিয়ে গিয়ে অব”রোধ করে এবং লা” শে অ” গ্নি-সংযোগ করে। ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ, অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেলসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উ” ত্তে” জি”ত জনতাকে নিবৃত্ত করেন এবং থেকে লাশ উদ্ধার করেন, মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন। থানায় লা” শে” র সুরতহাল প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ম” র্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় ভালুকা থানায় একটি হত্যা মামলা, মা” মলা নং ২৬, তারিখ: ১৯/১২/২০২৫ খ্রি:* রুজু হয়। পরবর্তীতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মা” মলার তদন্তকালে সিসিটিভি ফুটেজ, ধারণকৃত ভিডিও ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ভালুকা থানা পুলিশের যৌথ অভি” যানে ভালুকার হবিরবাড়ী এলাকা থেকে ২০/১২/২০২৫ খ্রি: মধ্যরাতে তিনজনকে গ্রেফ” তার করা হয়েছে। গ্রেফ” তারকৃত আ” সা” মিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে স্লো” গা” নের মাধ্যমে উৎসুক জনতাকে
উ” স্কানি দিয়ে মব ভায়োলেন্স সৃষ্টি করে হ” ত্যা” কাণ্ড সংঘটিত করে এবং লা” শ ঝুলিয়ে আ” গু” ন দেয়ার বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) এবং মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন আরও জানান- এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আ”সামিদের গ্রেফ” তারে পুলিশের অভি” যান অব্যাহত রয়েছে।ঘটনার সাথে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply