মোঃ মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ প্রতিনিধি।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে ঢাকা–বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ যাত্রী ছাউনি দীর্ঘদিন ধরে চরম অবহেলায় পড়ে আছে। লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই যাত্রী ছাউনিটি বর্তমানে এলাকাবাসীর জন্য আশ্রয়স্থল না হয়ে ডাস্টবিনে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, যাত্রী ছাউনিটির সামনে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করা হচ্ছে। বাস কাউন্টার সংলগ্ন এই স্থাপনাটি রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। যাত্রীদের বসার উপযোগী কোনো পরিবেশ না থাকায় ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যাত্রীরা।
এলাকাবাসীর অভিযোগ, এত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট বাস কাউন্টার কিংবা স্থানীয়দের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে যাত্রী ছাউনিটি স্বাভাবিক ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।
এ বিষয়ে সচেতন মহল মনে করেন, দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ করা হলে যাত্রী ছাউনিটি আবারও যাত্রীদের বসার উপযোগী করা সম্ভব। তাই এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।

Leave a Reply