তানোরে জামায়াতের উদ্যোগে হাদির গায়েবনা জানাজা অনুষ্ঠিত

আলিফ হোসেন,তানোরঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে সারাদেশের মতো তানোরে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এদিকে এদিন আসর নামাজ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার উদ্যোগে গোল্লাপাড়া ফুটবল মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন,নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান
উপজেলা সেক্রেটারি ডি এম আক্কাস আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি কাজী আফজাল হোসেন,পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) আমীর জুয়েল রানা, মুন্ডুমালা পৌর আমীর অধ্যাপক আনোয়ার হোসেন, বিএনপি নেতা ডাঃ মিজানুর রহমান ও তানোর বাজার বনিক সমিতির সভাপতি জানে আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। গায়েবানা জানাজা শেষে প্রয়াত শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *