ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার যুগিহুদা গ্রামে এক ঝটিকা অভিযানে তাদের আটক করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত ৩টি মোটরসাইকেলও জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ আসে যে মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে আজ সকালে থানা পুলিশ ওই বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত দেলোয়ার হোসেন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও হাতেনাতে আটক হন তার পরিবারের সদস্যসহ ৩ জন। আটককৃতরা হলেন: ১. লাইলি বেগম (দেলোয়ার হোসেনের স্ত্রী) ২. লিমন হাসান (দেলোয়ার হোসেনের ছেলে) ৩. মেহেদি হাসান জিসান (পার্শ্ববর্তী জলিলপুর গ্রামের বাসিন্দা)তল্লাশিকালে পুলিশ দেলোয়ারের বাড়ি থেকে মোট ১২০০ পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়া মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ অর্থ ও যানবাহন জব্দ করা হয়। জব্দকৃত তালিকার মধ্যে রয়েছে:নগদ টাকা: মাদক বিক্রির ৮ লাখ ৪ হাজার ৮৭০ টাকা।মোটরসাইকেল: মাদক পাচারে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল।মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত নগদ টাকা ও মালামাল রাষ্ট্রীয় কোষাগারে (ট্রেজারি) জমা দেওয়া হবে। পলাতক আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আতিকুর রহমান
ঝিনাইদহ।।

Leave a Reply