বান্দরবান(থানচি) প্রতিনিধি: মথি ত্রিপুরা।
বান্দরবানে থানচি উপজেলায় আসন্ন ২৫ শে ডিসেম্বর শুভ বড়দিনকে সামনে রেখে বলিবাজারে ক্রেতা ও বিক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই বাজারে মানুষের আনাগোনা বেড়ে যায়, যা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে।
বড়দিন উপলক্ষে পোশাক, খাবার, কেক, মোমবাতি, উপহারসামগ্রী ও ঘর সাজানোর বিভিন্ন উপকরণের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। অনেক দোকানদার জানান, অন্যান্য সময়ের তুলনায় এ সময়ে বিক্রি কয়েকগুণ বেড়ে যায়।বছরের শেষ মাস ছেলে/মেয়েরাও ছুটিতে বাড়ির ফিরে এসে আরও ক্রেতা বিক্রেতা ভিড় জমে।
ক্রেতারা জানান, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে বড়দিন উদযাপনের জন্য আগেভাগেই কেনাকাটা করতে তারা বাজারে এসেছেন। তবে অতিরিক্ত ভিড়ের কারণে কোথাও কোথাও বেচা কেনার ও চলাচলে কিছুটা ভোগান্তিও দেখা গেছে।
সব মিলিয়ে বড়দিনকে কেন্দ্র করে বলিবাজারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ব্যবসায়ীরাও ভালো বিক্রির আশায় ব্যস্ত সময় পার করছেন।এই বেচাকেনার আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে স্হানীয়রা জানান।

Leave a Reply