সলঙ্গায় জাতীয়তাবাদী পল্লী চি-কিৎসকদের বিজয় দিবস পালন

সিরাজগঞ্জ প্রতিনিধি :
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিকসহ অন্যান্য সংগঠনগুলো (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস যথাযথ ভাবে পালন করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন সলঙ্গা থানা শাখার উদ্যোগেও দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়।গত ১৬ ডিসেম্বর সকালে সলঙ্গা কদমতলা চত্তর মওলানা তর্কবাগীশ
পাঠাগার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।এরপর সলঙ্গা ডিগ্রি কলেজ শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন সলঙ্গা থানা শাখার সভাপতি আব্দুল মমিন,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,সহ- সভাপতি মমিনুল ইসলাম মমিন,প্রচার সম্পাদক শহিদুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি/ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *