ঢাকা-১৯ এ জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন জনগণের কাছে ভোট ও দো-য়া চাচ্ছেন

হেলাল শেখঃ ঢাকা-১৯ আসনে (সাভার ও আশুলিয়া) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী-কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাতে তিনি আশুলিয়ার গাজিরচট এলাকায় একটি মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে বক্তব্য শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের গাজিরচটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট ও দোয়া কামনা করেন।

প্রচারণাকালে নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।

এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *