সুজানগরে শিশু ধ-র্ষণ চেষ্টা মামলার আসামি হয়েও বহাল তবিয়তে সামাজিক বন বিভাগের বাগান মালি শাহজাহান!

এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে শিশু শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হওয়ার পরও অভিযুক্ত সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রের বাগান মালী মোঃ শাহজাহানকে অদ্যাবধি গ্রেপ্তার করা হয়নি এবং জামিন না নিয়েই তিনি বহাল তবিয়তে চাকরি করছেন । আর পুলিশের কাছে তিনি পলাতক হিসেবে রয়েছেন। অভিযুক্ত শাহজাহান আলী সুজানগর উপজেলার ভঁায়না ইউনিয়নের কেষ্টপুর(কাঠালবাড়িয়া) গ্রামের মৃত জামাল প্রামানিকের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, সুজানগর পৌরসভার ৪০ নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর এক ছাত্রীকে গত ৭ ডিসেম্বর দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সামনে থেকে চালতা ফল কিনে দেবার কথা বলে বিদ্যালয়ের পাশেই অবস্থিত সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে নিয়ে গিয়ে জোড় পূর্বক ধর্ষণ চেষ্টা করে ওই অফিসের বাগান মালি শাহজাহান আলী। এ সময় বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক আড়াল থেকে গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে। পরে বিষয়টি টের পেয়ে শাহজাহান আলী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার পরপরই বিষয়টি জানতে পেরে ৭ বছরের ওই শিশু শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ৮ ডিসেম্বর সুজানগর সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রের বাগান মালী মোঃ শাহজাহানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। যাহার মামলা নং-০৯। কিন্তু মামলা হওয়ার পরও ওই বাগান মালি শাহজাহানকে বিরুদ্ধে কোন ধরণের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে এ ঘটনায় পুরস্কার হিসেবে সুবিধাজনক স্থান ইশ্বরদী সামাজিক বনায়ন ও নার্সারিতে গত ৯ ডিসেম্বর বদলি করে সংশ্লিষ্ট দপ্তর। এ ঘটনার নিন্দা ও তীব্র ক্ষোভ জানিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ৪০ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন জানান, এ ঘটনার পূর্বেও ওই বাগান মালি শাহজাহানের বিরুদ্ধে তার বিদ্যালয়ের অপর আরো এক ছাত্রীকে শ্লানীহীনতার অভিযোগ পাওয়ার পর বিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের জানানো হয়েছিল। এ বিষয়ে সুজানগর সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রের ফরেস্টার,ভারপ্রাপ্ত কর্মকর্তা( এসএফএনটিসি) নুরুল ইসলাম জানান, এ ঘটনার পরপরই বাগান মালি শাহজাহানকে জেলার ইশ্বরদী সরকারি সামাজিক বনায়ন ও নার্সারী কেন্দ্রে বদলি করা হয়েছে। এ বিষয়ে ইশ্বরদী সামাজিক বনায়ন ও নার্সারি কেন্দ্রের ফরেস্টার ফসিউর আলম বুধবার জানান , সুজানগর থেকে বদলি হয়ে বাগান মালি শাহজাহান আলী গত ১০ ডিসেম্বর যোগদান করে সে বর্তমানে নিয়মিত এখানে অফিস করছেন।
এ বিষয়ে পাবনার বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান বুধবার জানান, বাগান মালি শাহজাহানের বিরুদ্ধের অভিযোগটি জেলার ফরিদপুরের বন কর্মকর্তা জিএম শফিউজ্জামানকে তদন্ত করে দ্রুত রির্পোট দিতে নির্দেশনা প্রদান করা হয়েছে। তদন্তে সত্যতা পেলে শাহজাহান আলীর বিরুদ্ধে সরকারি চাকুরী বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে তদন্তকারীকর্মকর্তা জিএম শফিউজ্জামান জানান,এ সপ্তাহের মধ্যে তদন্তকাজ সম্পন্ন করে রিপোর্ট প্রদান করা হবে। এ বিষয়ে অভিযুক্ত বাগান মালি শাহজাহানের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ, ফৌজদারি মামালার পলাতক আসামি জামিন না নিয়ে কীভাবে বহাল তবিয়তে চাকরি করছেন? আমি আমার দেশের আইনের কাছে বিচার চাচ্ছি। এ বিষয়ে সুজানগর থানা অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বুধবার জানান, মামলার আসামী শাহজাহানকে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *