এম এ আলিম রিপন,সুজানগর : বিজয়ের ৫৫বছর পূর্তিতে বিজয় মেলার আয়োজন করেছে সুজানগর উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, আমরা শুধু কর্মের মধ্যে থাকবো না। আমাদের যে নিজস্ব কৃষ্টি, কালচার রয়েছে এই সংস্কৃতির বহি:প্রকাশ মেলার মাধ্যমে হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের কৃষ্টি, কালচার সবকিছুকে মেলার মাধ্যমে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে ইউএনও পত্নী ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান,পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস, জামায়াত নেতা ওয়ালিউল্লা বিশ্বাস, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মেলার উদ্বোধনী দিনে নারী উদ্যোক্তাদের স্টলে হস্তশিল্প, উপজেলার গাজনার বিলের শুঁটকি,নানা রকম পিঠা সামগ্রীসহ হরেক রকম পণ্যের সমাহার ক্রেতাদের নজর কাড়ে।
সুজানগরে বিজয় মেলার উদ্বোধন

Leave a Reply