সুজানগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পা-লিত

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে এদিন সকালে সুজানগর টিটিসি চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে সুজানগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষ এখন গ্লোবাল সিটিজেনে পরিণত হয়েছে। সে হিসেবে দেশ ও বিশ্বের প্রতি ব্যক্তির দায়বদ্ধতা রয়েছে। প্রবাসযাত্রার আগে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। ভাষাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে চলেছে বিশ্ব। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে যুবসমাজও আর্থিকভাবে অধিক লাভবান হতে পারবে। দক্ষকর্মী গড়ে তুলতে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও জানান তিনি।টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মো. সফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন ইসলামী ব্যাংক সুজানগর শাখার কর্মকর্তা জাকির হোসেন, আসিয়াবের কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন প্রমুখ। এছাড়াও টিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *