শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি :
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গর্ব স্বদেশ”—এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক অধিবাসী দিবস–২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখরিত র্যালিটি মোরেলগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবউল্লাহ। আলোচনা সভায় অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর (ইলেকট্রনিক্স) শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কায়কোবাদ আকুঞ্জি, বিআরডিবি কর্মকর্তা দিলালি মণ্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার সিফাইনুর এবং মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. শহিদুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের অবদান অনস্বীকার্য। প্রতিবছর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করছে এবং উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার অভাব, প্রতারণা, অবৈধ পথে গমন এবং শ্রমিক অধিকার লঙ্ঘনের মতো নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে অনেক কর্মীকে।
বক্তারা আরও বলেন, বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন, ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করে তুলতে পারলে তারা বিদেশে ভালো কর্মসংস্থান পাবে এবং দেশের সম্মান ও অর্থনৈতিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় প্রবাসী কল্যাণ, অভিবাসন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং প্রতারণা রোধে স্থানীয় পর্যায়ে তথ্যভিত্তিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষাংশে দিবসটির তাৎপর্য তুলে ধরে সবাইকে দক্ষ ও নিরাপদ অভিবাসনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Leave a Reply