মোবাইল ফোন ও ফেসবুকভিত্তিক কিভাবে সম্পর্কে পরকীয়া হয়-বাড়ছে আ-ত্মহত্যার ঘটনা

হেলাল শেখঃ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককেন্দ্রিক কিভাবে সম্পর্ক হয় আর কিভাবে পরকীয়াজনিত বিরোধের জেরে নারী ও পুরুষদের আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকা থেকে বিষপানে আত্মহত্যা বা ঘরের ভেতর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।

সূত্র জানায়, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, ফেসবুক ও মেসেঞ্জারে গড়ে ওঠা অবৈধ সম্পর্ক, টিকটকসহ বিভিন্ন ভাবে দাম্পত্য কলহ, সন্দেহ ও পারিবারিক অশান্তির কারণে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ছেন। একপর্যায়ে হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন কেউ কেউ।

সাম্প্রতিক সময়ে সারাদেশের চেয়ে অনেক বেশি আশুলিয়ার জামগড়া, বাইপাইল, ইয়ারপুর, নরসিংহপুর ও ধামসোনা এবং আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় একাধিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই ভুক্তভোগীদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কজনিত পারিবারিক বিরোধের তথ্য উঠে এসেছে।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,“অনেক ঘটনায় দেখা যাচ্ছে, ফেসবুক বা মোবাইল ফোনে গোপন সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ তৈরি হয়। এসব বিষয় প্রকাশ পাওয়ার পর মানসিক চাপ সহ্য করতে না পেরে কেউ কেউ আত্মহত্যা করছেন। আমরা প্রতিটি ঘটনায় তদন্ত করছি।”

এ বিষয়ে সমাজবিজ্ঞানীরা বলছেন, প্রযুক্তির অপব্যবহার, পারিবারিক মূল্যবোধের অবক্ষয় ও মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীনতাই এসব ঘটনার মূল কারণ। সময়মতো কাউন্সেলিং ও পারিবারিক সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

সচেতন মহলের দাবি, আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা কার্যক্রম জোরদার করা, পারিবারিক সমস্যা সমাধানে স্থানীয়ভাবে পরামর্শ কেন্দ্র চালু করা জরুরী ভাবে দরকার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *