মানুষ এখন গ্লোবাল সিটিজেনে পরিণত হয়েছে- ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ আয়োজনে টিটিসি চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালি শেষে ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান। তিনি বলেন, মানুষ এখন গ্লোবাল সিটিজেনে পরিণত হয়েছে। সে হিসেবে দেশ ও বিশ্বের প্রতি ব্যক্তির দায়বদ্ধতা রয়েছে। প্রবাসযাত্রার আগে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। ভাষাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে চলেছে বিশ্ব। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে যুবসমাজও আর্থিকভাবে অধিক লাভবান হতে পারবে। দক্ষকর্মী গড়ে তুলতে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যাবলী এবং প্রবাসী উন্নয়নে সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. মাহফুজ-উল-আদিব। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি চেক ও প্রবাসী কল্যাণে অবদান রাখা নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

টিটিসির অধ্যক্ষ, প্রকৌশলী মো. মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরোয়ার্দী হোসেন। এছাড়া টিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রবাসী শ্রমিকদের কাজের স্বীকৃতি ও তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিবছর এ দিবসটি পালন করা হয়। আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষ্যে টিটিসি চত্বরে প্রবাসী মেলা/জবফেয়ারের আয়োজন করা হয়। মেলায় উৎসুক জনগোষ্ঠীর মিলনমেলা পরিলক্ষিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *