খাইরুল ইসলাম মুন্না।।
মহান বিজয় দিবস উপলক্ষে ফিউচার ফ্লেয়ার ফাউন্ডেশন (এফএফএফ)-সহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বাসাবোতে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ও আনন্দঘন কমিউনিটি উদযাপন। নর্থ বাসাবো কমিউনিটি সেন্টারের সামনে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিজয়ের আনন্দ ও চেতনাকে নতুন মাত্রা দেয়।
শিশুদের হাসি, কৌতূহল আর রঙিন কল্পনার মেলবন্ধনে উৎসবটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিশুদের মাঝে ফুটে ওঠে বিজয়ের প্রকৃত সৌন্দর্য ও দেশপ্রেমের আবেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিউচার ফ্লেয়ার ফাউন্ডেশনের গ্লোবাল অ্যাডভাইজর শরীফ মোহাম্মদ সাদাত, প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ীতা বিশ্বাস ত্রয়ী এবং অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সম্প্রীতি ও সৌহার্দ্যের এশান খান আহাদ। এছাড়াও সংগঠনের সদস্য নিশাত ও নয়িম-এর সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও গতিশীল করে তোলে।
ফিউচার ফ্লেয়ার ফাউন্ডেশনের সভাপতি মাহির দাইয়ান বলেন,
“আজকের এই আয়োজন শুধু খেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি ছোট হলেও গুরুত্বপূর্ণ উদ্যোগ।”
প্রধান পরিচালন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন,
“এই শিশুরাই আগামীর বাংলাদেশ। বিজয়ের চেতনা তাদের হাত ধরেই ভবিষ্যতের পথে এগিয়ে যাবে।”
গ্লোবাল অ্যাডভাইজর শরীফ মোহাম্মদ সাদাত বলেন,
“শিশুরা যখন এত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে, তখন বোঝা যায় নতুন প্রজন্ম কতটা শক্তিশালী এবং সমাজ উন্নয়নে তাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।”
প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ীতা বিশ্বাস ত্রয়ী বলেন,
“আমরা আশা করি, আজকের এই আনন্দঘন মুহূর্তগুলো শিশুদের মনে চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকবে এবং ভবিষ্যতে তাদের আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে।”
এই আয়োজন সফল করতে সহযোগিতা করে বাসাবো ইয়ুথ সোসাইটি, বাসাবো ইয়ুথ ক্লাব, লোকাল স্কাউটস, উই ফর আস, সম্প্রীতি ও সৌহার্দ্য এবং নির্ঝরিণী একাডেমিসহ বিভিন্ন স্থানীয় সংগঠন। ফিউচার ফ্লেয়ার ফাউন্ডেশন আয়োজনে যুক্ত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এই সুন্দর আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

Leave a Reply