এস আল-আমিন খাঁন পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীর ইটবাড়িয়ার চাঞ্চল্যকর সরোয়ার হাওলাদার হত্যা মামলায় অভিযুক্ত সবুজ আকন কে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকা থেকে র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবুজ আকন সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠী গ্রামের মৃত কাদের আকনের ছেলে।
র্যাব জানায়, ভিকটিমের (সরোয়ার) কাছ থেকে মামলার প্রধান অভিযুক্ত টাকা ধার নেয়। সেই পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিলো। পরে গত ১৪ নভেম্বর বিকালে ভিকটিমকে তার পাওনা টাকা নেয়ার জন্য ফোনের মাধ্যমে জানালে ভিকটিম তার কথামত অভিযুক্তের বাড়িতে গেলে অভিযুক্তগণ পূর্ব পরিকল্পনা অনুযায়ী একত্রে মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি ভাবে মারধর করে।
পরে গুরুত্বর রক্তাক্ত যখম অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয় এবং উন্নত চিকিৎসা গ্রহণকালে গত ১৫ নভেম্বর ভিকটিম মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ভিকটিমের ভাই বাদী দেলোয়ার হাওলাদার বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে সবুজ আকন কে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার সবুজ আকন কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply