নেছারাবাদে যুব ফোরামের সদস্যদের দুদিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ

নেছারাবাদ সংবাদদাতা, (পিরোজপুর) প্রতিনিধিঃ

জার্মানির সহযোগী সংস্থা হেলভেটাস (Helvetas) ও জার্মান সরকারের আর্থিক সহায়তায়, রূপান্তর (Rupantar) কর্তৃক বাস্তবায়িত ‘ইকো সুন্দরবন’ প্রকল্পের আওতায় সুন্দরবন অঞ্চলের যুব ফোরামের সদস্যদের জন্য দুদিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

দূষণ হ্রাস ও সুন্দরবনের বাস্তুতন্ত্র উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে দক্ষতা বৃদ্ধি এবং সুন্দরবন রক্ষায় করণীয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৭ ও ১৮ ডিসেম্বর বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নেছারাবাদ উপজেলার তৃণা কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

রূপান্তরের পিরোজপুর জেলা প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়ার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ। শুভেচ্ছা বক্তব্যে তিনি পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় যুব নেতৃত্বের ভূমিকা ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে নেছারাবাদ উপজেলা যুব ফোরামের ৩১ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে যুব ফোরামের সদস্যরা পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আনোয়ার হোসেন
নেছারাবাদ সংবাদদাতা,পিরোজপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *